November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এ কেমন শাস্তি? ভাল্লুকের মাঝে সন্তানকে ফেলে আসলেন বাবা-মা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

শাস্তি হিসেবে নিজ সন্তানকে পাহাড়ে রেখে এসেছে বাবা-মা। এখানেই শেষ নয়, পুলিশের কাছে সন্তান হারিয়ে গেছে বলেও জানান তারা। সন্তানকে ফেলে আসার বিষয়টি খুব সহজেই অস্বীকার করেন এ দম্পতি।নানায়ে হক্কায়িডো অঞ্চলের পাহাড়ে যেখানে ফেলে আসে ছেলেটিকে সেই অঞ্চলটিকে বন্য ভালুকের অভয়ারণ্য হিসেবে ধরা হয়।

খবরে বলা হয়, পুলিশ উত্তর জাপান থেকে ইমাতো তানোকা নামে ৭ বছর বয়সী ছেলেটি হারানো গেছে বলে প্রথম অভিযোগ পায়। পরবর্তীতে জেরার মুখে বাবা-মা সত্য স্বীকার করলে ছেলেটিকে নতুন করে খোঁজা শুরু করেছে প্রশাসন। শিশু ইমাতোর পরিবার প্রথমে পুলিশকে জানায়, তারা বন্য সবজি আনতে সেই পাহাড়ে গেলে তাদের সন্তান হারিয়ে যায়।

শিশুটির বাবা ৪৪ বছর বয়সী ইমাতো পুলিশকে জানান, বাড়ি ফেরার পথে ছেলেকে তারা সেখানে রেখে আসেন কারণ তাকে শাস্তি দেওয়ার প্রয়োজন ছিল। রাস্তায় অন্য একটি গাড়িকে পাথর ছুড়ে মারলে তারা এ শাস্তি প্রদানের সিদ্ধান্ নেন। ওই দম্পতি আরও জানায়, ছেলেটিকে প্রায় ৫০০ মিটার দূরে রেখে এসে তারা গাড়িতে উঠে।

পুলিশের মুখপাত্র জানায়, রেখে আসার কিছুক্ষণ পরই তারা সেই শিশুটিকে খুঁজতে যায়। কিন্তু ততক্ষণে শিশুটি আর সেখানে ছিল না। প্রায় ১৫০ জনেরও বেশি উদ্ধারকর্মী উদ্ধার কাজে অংশ নেয়। এরপর তিনদিন পর সেই শিশুটিকে উদ্ধার করে পুলিশ। এরপর তার মা-বাবার বিরুদ্ধে সন্তানের অবহেলার মামলাও করা হয়।

Related Posts

Leave a Reply