বড়োলোক আর কাকে বলে, ভারতে ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জনই কোটিপতি !
কলকাতা টাইমসঃ
ভারতীয় লোকসভার ৫২১ জন সাংসদের মধ্যে ৪৩০ জন সাংসদ কোটিপতি-এর মধ্যে ২২৭ বিজেপির, ৩৭ জন কংগ্রেসের, ২৯ জন এআইএডিএমকে, বাকিরা অন্য দলের সাংসদ। অর্থাৎ প্রায় ৮৩ শতাংশই কোটিপতি! ৩২ জন সাংসদ জানিয়েছেন তাদের নিজেদের সম্পদের পরিমান ৫০ কোটিরও বেশি। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে জয়ী ৫৪৩ জন সাংসদের মধ্যে ৫২১ জন সাংসদের হলফনামা যাচাই করে এই বিষয়ে রিপোর্ট তৈরি করেছে এডিআর।
ভারতের সবচেয়ে ধনী সাংসদ হলেন তেলেগু দেশম পার্টির জয়দেব গাল্লা। তার মোট সম্পদের পরিমাণ ৬৮৩ কোটি। সবচেয়ে গরিব সাংসদ হলেন রাজস্থানের বিজেপি সাংসদ সুমেধা নন্দ স্বরস্বতী মাত্র ৩৪ হাজার টাকার মালিক ইনি।