পুরোনো ফোনে আর করা যাবে না হোয়াটসঅ্যাপ
কলকাতা টাইমসঃ
পুরোনো ফোনে আর করা যাবে না হোয়াটসঅ্যাপ। বেশ কিছু ফোনে আর ইন্সটল করা যাবে না হোয়াটসঅ্যাপ। একবার যদি আনইনস্টল হয়ে যায়, তাহলে তাতে আর অস্তিত্ব থাকবে না এই সোশ্যাল মিডিয়ার।
এর আগেই অ্যান্ড্রয়েডের পুরানো সংস্করণগুলোতে হোয়াটসঅ্যাপ আপডেট বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড 2.3.7 এবং আরও পুরানো সংস্করণের ফোনগুলোতে বন্ধ করে দেওয়া হল হোয়াটসঅ্যাপ সাপোর্ট। আগামী বছর ১ ফেব্রুয়ারি থেকে চালু হতে চলেছে এই নতুন নিয়ম। তবে শুধু অ্যান্ড্রয়েড ফোনগুলোতেই নয়। নিয়ম চালু হচ্ছে iOS-এর পুরানো ফোন গুলোর ক্ষেত্রেও।