হোয়াটসঅ্যাপে এখন থেকে ৩২ জন এই সুযোগ পাবে, ঘোষণা করলেন জুকারবার্গ
গত এপ্রিলেই মার্ক জুকারবার্গ জানিয়ে দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে বড় বদল আনতে চলেছে মেটা। বৃহস্পতিবার সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেল।
ভয়েস ও ভিডিওকলের বহর অনেকটা বাড়ানো হয়েছে নতুন নিয়মে। এখন থেকে ভিডিও বা ভয়েসকলে সর্বোচ্চ ৩২ জন যুক্ত হতে পারবেন। সেইসঙ্গে ২ জিবি পর্যন্ত ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। আগে সর্বোচ্চ ১৬ এমবি-র ফাইল পাঠানো যেত। ফলে বড় ফাইল পাঠানোর ক্ষেত্রেও সুবিধা হবে আগের চেয়ে অনেক।
গ্রুপ গঠনেও বদল এনেছে হোয়াটসঅ্যাপ। সেখানে বলা হয়েছে, একটি গ্রুপে ১ হাজার ২৪টি পর্যন্ত নম্বর যুক্ত করা যাবে। ব্রডকাস্ট মেসেজের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করেছে এই মেসেজ অ্যাপ। বলা হয়েছে ব্রডকাটে একসঙ্গে ৫ হাজার নম্বরে একসঙ্গে মেসেজ পাঠিয়ে দেওয়া যাবে।