January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

হোয়াটসঅ্যাপে এখন থেকে ৩২ জন এই সুযোগ পাবে, ঘোষণা করলেন জুকারবার্গ

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

ত এপ্রিলেই মার্ক জুকারবার্গ জানিয়ে দিয়েছিলেন, হোয়াটসঅ্যাপে বড় বদল আনতে চলেছে মেটা। বৃহস্পতিবার সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণাও হয়ে গেল।

ভয়েস ও ভিডিওকলের বহর অনেকটা বাড়ানো হয়েছে নতুন নিয়মে। এখন থেকে ভিডিও বা ভয়েসকলে সর্বোচ্চ ৩২ জন যুক্ত হতে পারবেন। সেইসঙ্গে ২ জিবি পর্যন্ত ফাইল পাঠানো যাবে হোয়াটসঅ্যাপে। আগে সর্বোচ্চ ১৬ এমবি-র ফাইল পাঠানো যেত। ফলে বড় ফাইল পাঠানোর ক্ষেত্রেও সুবিধা হবে আগের চেয়ে অনেক।

গ্রুপ গঠনেও বদল এনেছে হোয়াটসঅ্যাপ। সেখানে বলা হয়েছে, একটি গ্রুপে ১ হাজার ২৪টি পর্যন্ত নম্বর যুক্ত করা যাবে। ব্রডকাস্ট মেসেজের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করেছে এই মেসেজ অ্যাপ। বলা হয়েছে ব্রডকাটে একসঙ্গে ৫ হাজার নম্বরে একসঙ্গে মেসেজ পাঠিয়ে দেওয়া যাবে।

Related Posts

Leave a Reply