ভুয়ো ছবি ঠেকাতে ‘সার্চ বাই ইমেজ’ নামে ফিচার আনছে হোয়াটসঅ্যাপ
কলকাতা টাইমসঃ
এবার ভুয়ো ছবি ছড়িয়ে পড়া বন্ধ করতে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ। ফিচারটির নাম ‘সার্চ বাই ইমেজ’। এর মাধ্যমেই বোঝা যাবে, হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া কোনও ছবি আসল না নকল।ছবির সঙ্গে ‘সার্চ বাই ইমেজ’ নামে একটি অপশন থাকবে।
সেখানে ক্লিক করলেই ছবির উৎস জানা যাবে। অর্থাৎ ছবিটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারা যাবে। ওই লিঙ্কে ক্লিক করলেই ছবিটি গুগল সার্চে চলে যাবে। গুগলের এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই জানা যাবে ছবিটি আসল না নকল।