বিশ্বের সবচেয়ে দামি নেকলেস বিক্রি হল মুহূর্তেই
কলকাতা টাইমস :
দামি নেকলেস বা গয়না পরার ব্যাপারে মহিলাদের দুর্বলতা সবারই জানা। আর্থিক সঙ্গতি যেমনই হোক মহিলাদের মনে সর্বদাই সুপ্ত বাসনা থাকে গয়না বিষয়ে। আর সেটি হীরের হলে তো কোথায় নেই। এই কারণেই বোধয় দামি থেকে দামি গয়না বিক্রি হতে সময় লাগে না। এমনি একটি উদাহরণ এক কোটি ৩০ লাখ ডলারের একটি হীরের নেকলেস বিক্রি হতেও সময় যায়নি। এই দামি নেকলেসটি বিক্রি করে বিশ্ব রেকর্ডের তালিকায় হংকং।
হংকং এর ক্রিস্টি অ্যাকশন হাউসে নিলামে এ নেকলেসটির মূল্য উঠে ১ কোটি ৩০ লাখ ডলার। ভারতীয় তাকে যার মুল্য প্রায় ৭৩ কোটি টাকা। আজ পর্যন্ত নিলামে বিক্রি হওয়ার হিরার নেকলেসের মধ্যে এ নেকলেসটির মূল্য সবচেয়ে বেশি।