কোথায় আলাদা গোলাপি বল
কলকাতা টাইমসঃ
আগামী শুক্রবার ভারত বনাম বাংলাদেশের শুরু হতে চলেছে ঐতিহাসিক গোলাপি বলের টেস্ট ম্যাচ। ইতিমধ্যেই শেষ এই ম্যাচের সমস্ত টিকিট। কিন্তু, কোথায় আলাদা এই গোলাপি বল? দেখা গেছে, লাল ও কমলা বল দিনের বেলায় দেখার ক্ষেত্রে সুবিধাজনক। কিন্তু রাতের বেলায় লাল ও কমলা বলের রং পাল্টে যায়। ফলে ব্যাটসম্যান বল দেখতে সমস্যায় পড়েন। সাদা বল আবার রাতে দেখার ক্ষেত্রে সুবিধাজনক হলেও পরের দিকে সুইং করে না।
গোলাপি বলের পালিশ সাহায্য করে সুইংয়ে। লাল বলের থেকে দ্বিগুণ সময় লাগে এই বল তৈরি করতে। একটা গোলাপি বল তৈরি করতে প্রয়োজন হয় সাত থেকে আট দিন। গোলাপি বল তৈরি হয় অন্য রংয়ের চামড়া শুকিয়ে তার উপর রং করে। লাগানো হয় বিশেষ গোলাপি ‘ল্যাকার’। বলের চূড়ান্ত সেলাইয়ের আগে একবার ল্যাকার লাগানো হয়। সেলাইয়ের পর আরও একবার।