টাকার বিনিময়ে রাজা হওয়া যায় এখানে
কলকাতা টাইমস :
টাকা থাকলেই রাজা! বিষয়টি ভাবা যায়? সত্যিই রাজ্যটি ঠিক যেন ছবির মতো। সেখানে জনসংখ্যাও বেশি নয়। আছে বিলাসবহুল প্রাসাদ। এর সবই আপনার জন্য অপেক্ষা করছে যদি আপনার পকেটে টাকা থাকে।
রাজ্যটি ইতালির বিখ্যাত ত্রাসিমেনো হ্রদের একটি দ্বীপ। এখানে যিনি মাত্র ৩০ লক্ষ পাউণ্ড খরচ করতে পারবেন, তিনিই এখানকার রাজা।
ইতালি প্রশাসন সূত্রে জানা গেছে, ১৮৮৫ থেকে ১৮৯১ সালের মাঝামাঝি ওই প্রাসাদটি তৈরি করা হয়। প্রাসাদের ভিতের সে যুগের অতিমূল্যবান আসবাবও রয়েছে। অপেক্ষা শুধু একজন রাজার।
দ্বীপটিকে সুন্দর ও স্বাস্থ্যকর করে তুলতে প্রচুর গাছও লাগিয়েছেন দ্বীপের বাসিন্দারা। রয়েছে অত্যাধুনিক সব রকম সুবিধেও। শুধু নেই একজন রাজা। হ্যা, ইতালির উমব্রিয়া অঞ্চলের একটি ছোট দ্বীপ বিক্রির জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ছবির মতো সুন্দর ওই দ্বীপ, প্রাসাদ, গীর্জা–সব মিলিয়ে দাম ধার্য করা হয়েছে মাত্র ৩০ লক্ষ পাউণ্ড! এই টাকা খরচ করতে পারলেই যে কোনও ব্যক্তিই ওই দ্বীপের রাজা হবেন। তার হাতেই থাকবে দ্বীপের শাসন ক্ষমতা।