রাস্তায় যেদিকে তাকান শুধুই মাছ, বিনামূল্যে নেওয়ার হুড়োহুড়ি
কলকাতা টাইমসঃ
মাছ নিতে বাজারে যেতে হয়নি। মাঝ রাস্তাতেই চারিদিকে শুধু মাছ আর মাছ। তাও বিনামূল্যে। নিশ্চই কল্পনা করতে পারছেন তা নিতে কেমন হুড়োহুড়ি পরে যাবে। ঠিক এমনি দৃশ্য দেখা গেল দিঘার অদূরে পল্লীভারতী স্ট্যান্ডের একটু আগে।মাছের নদী বা কোন সমুদ্রে নয়, রাস্তায় মাছের ছড়াছড়ি! শুনুন তাহলে আসল বিষয়টি বলি।
জানা গেছে, আজ বুধবার দুপুরে দিঘা মোহনা থেকে প্রায় লক্ষাধিক টাকার ক্যাটল ফিস নিয়ে কাঁথির দিকে যাচ্ছিল একটি পিকআপ ভ্যান। দিঘার অদূরে পল্লীভারতী স্ট্যান্ডের একটু আগে তা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবোঝাই পিকআপ ভ্যানটি। ব্যাস রাস্তায় উল্টে পরে ভ্যানে থাকা সব মাছ। আর তাতেই রাস্তায় শুরু হয় যায় মাছ নেওয়ার হুড়ুহুড়ি।
স্থানীয়রা জানান, বেশ গতিতেই ছুটছিল গাড়িটি। গতির কারণেই পাল্টি খায় গাড়িটি। আর এতে করেই নষ্ট হয়েছে লক্ষাধিক টাকার মাছ।