January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

বলুন তো চুলের জন্য কোনটি ভালো, ঠাণ্ডা না-কি গরম জল 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
শীতের শুরুতেই প্রসঙ্গটি আসে। ঠাণ্ডা জল না-কি গরম জল – স্নানে চুলের জন্য কোনটি ভালো। মনে রাখবেন, চুলের জন্য গরম জলকে আপনি যতটা ক্ষতিকর মনে করেন এটি আসলে তার চেয়ে বেশি ক্ষতিকর।

যদিও বলা হয়ে থাকে চুলের উপকারে উভয় তাপমাত্রার পানিই ভূমিকা রাখে। এ ক্ষেত্রে কোনটি চুলের জন্য কী ভূমিকা রাখে সেটিই আগে জানা দরকার।

গরম জল 
প্রথমবার ধোয়ার সময় হালকা গরম জল ব্যবহার করা যেতে পারে। কারণ এটি চুলের গোড়া ও গুটিকা জাতীয় কিছু থাকলে তা ভালোভাবে পরিষ্কার করতে সহায়তা করে। তবে বেশি ব্যবহার করা যাবে না। এতে চুল কুঁকড়ে যেতে পারে। তাছাড়া গরম জল চুলকে শুষ্ক ও ভঙ্গুর করে তোলে, বাড়ে চুল পড়ার সম্ভাবনাও।

যদি আপনি চুলে রং করেন তবে মনে রাখবেন, গরম জলে রং দ্রুত ফিকে হয়ে আসবে।

ঠাণ্ডা জল 
ঝরনা বা ট্যাপ থেকে আসা ঠাণ্ডা জল চুলের জন্য অবশ্যই ভালো। তবে সে জন্য ধৈর্য্য ধরে তা ব্যবহারের অভ্যাস করতে হবে।

ঠাণ্ডা জল চুলকে মসৃণ করে কারণ এতে চুল কুঁকড়ে যায় না। এর সঙ্গে কন্ডিশনার ব্যবহার করা উত্তম, কারণ কন্ডিশনারে চুল আটকে যাবে না এবং ঝরঝরে হবে।

বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করে চুলের জন্য পণ্যগুলো নির্বাচন করতে হবে। যদি আপনি বেশি সময় ধরে রোদ কিংবা দূষণের মধ্যে থাকেন তবে ব্যবহার করতে পারেন হেয়ার সিরাম (প্রোটিন সমৃদ্ধ তরল)। ভালো হয় পরিবারের সবার জন্য একই শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার।

Related Posts

Leave a Reply