চমকে দেবে, চাঁদে বাঁশি বাজায় কে?
কলকাতা টাইমস :
চাঁদে কেউ বাঁশি বাজায়! ব্যাপাটা কেমন অদ্ভূত আর রূপ কথার মত মনে হচ্ছে না? হওয়ারই কথা। এমন কথা তো আর কখনই কেউ শোনে নি। এমন হওয়ারও কথা না। কিন্তু এটাই সত্যি। বিশ্বাস হচ্ছে না?
১৯৬৯ সালে অ্যাপোলো ১০-এর আরোহী ইউজিন কেরনান এবং জন ইয়ং যখন চাঁদে গিয়েছিলেন তখন তারা এমনটাই শোনেছিলেন। একদম ভুল নয়, সত্যি সত্যি চন্দ্রপৃষ্ঠে বংশীধ্বনি শুনেছিলেন এই দুই আরোহী।
তাদের মহাকাশযান যখন চাঁদের এক অদেখা দিকের পাশ থেকে যাচ্ছিল, তারা তখন সেখানে বাঁশির শব্দ শুনতে পান বলে জানা গিয়েছে তাদের কথোপকথনের রেকর্ডিং থেকে।
১৯৬৯ সালে এই ঘটনাটি ২০০৮ সালে প্রকাশিত এই কথোপকথন। তখন নিজেদের মধ্যে এ নিয়ে বাক্য বিনিময় হলেও, পরে তারা এনিয়ে আর কথা বলেননি। চাঁদ থেকে আগত ওই ধ্বনিকে সেই মুহূর্তে তাঁদের অতিজাগতিক বলে মনে হয়েছিল। কিন্তু এর উৎস কী, তা তারা বুঝতে পারেননি।
তবে সেই বংশীধ্বনি খুব কালোয়াতি কিছু নয়। অনেকটা হুইস্লের মতো আওয়াজ। নাসা-র আনএক্সপ্লেনড ফাইল থেকে সম্প্রতি জানা গেল এই তথ্য।