কাজিরাঙায় সাদা হরিণ !
কলকাতা টাইমসঃ
এবার বিরল সাদা হরিণের দেখা মিলল কাজিরাঙায়। অসমের কাজিরাঙা ন্যাশানাল পার্ক সাক্ষী থাকলো এই বিরল ঘটনার। একশৃঙ্গ গন্ডারের জন্য ভ্রমণপিপাসুদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই পর্যটনস্থল। সেখানেই এবার দেখা মিলল বিরল সাদা হরিণের। যার পোশাকি নাম আলবিনো হগ ডিয়ার
জানা যাচ্ছে, গত ১৬ ডিসেম্বরে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান টাইগার রিজার্ভ-এর টুইটার পেজে এই সাদা হরিনের ভিডিওটি শেয়ার করে কতৃপক্ষ। ভিডিওটিতে চেনা রঙের আলবিনো হগ ডিয়ারের সঙ্গে সাদা রঙের আলবিনো হগ ডিয়ারটিকেও দেখা যায়। বিশেষজ্ঞদের বক্তব্য, সম্পূর্ণ সাদা বাঘের মতোই সম্পূর্ণ সাদা হরিণও বাস্তবিক বিরল। এই বিরল রঙের কারণেই বিপদে পড়েএই প্রাণী। জঙ্গলের গাছ-পাতার আড়ালে লুকিয়ে থাকা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে।