January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ অস্ট্রেলিয়ার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চার দিনেই সিডনি টেস্ট শেষ করে দিলো অস্ট্রেলিয়া। সিরিজ হেরে কার্যত সিরিজে হোয়াটওয়াশ নিউজিল্যান্ড।

আজ সোমবার সিরিজের শেষ টেস্ট ২৭৯ রানে জিতে নিলো অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচটি উইকেট তুলে নেন অস্ট্রেলিয়ান স্পিনার নাথান লায়ন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরি করে ম্যান অফ দা ম্যাচ হয়েছেন মার্নাস লাবুশেন। সিরিজ সেরার পুরস্কারওতার ঝুলিতেই।

ডেভিড ওয়ার্নারের অপরাজিত ১১১ ও লাবুশেনের ৫৯ রানের সুবাদে ২ উইকেটে ২১৭ রানে দ্বিতীয় ইনিংসের ডিক্লিয়ার ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ১৯৮ রানের লিড পাওয়ায় নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪১৬।

বড় রান তাড়া করতে নেমে প্রথম ১৫ ওভারেই ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। টেলরের বিদায়ের সময় ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে একসময় মনে হয়েছিল একশর আগেই অলআউট হওয়ার পরিস্থিতি তৈরী হয়েছিল। শেষপর্যন্ত সেই লজ্জা এড়াতে সক্ষম হয় নিউজিল্যান্ড। জুটি ভাঙার পর আর বেশিক্ষণ টেকেনি কিউইদের ইনিংস। ইনিংস স্থায়ী হয়েছিল ৪৭.৫ ওভার।

Related Posts

Leave a Reply