January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

কম দামে জিনিস কেনায় নারী নাকি পুরুষ, কারা এগিয়ে জানলে অবাক  হবেন 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :

নারী অথবা পুরুষ জিনিস-পত্র কেনার ক্ষেত্রে কারা কম দাম দিয়ে কিনতে পারেন? এমন প্রশ্ন করা হলে আপনার উত্তর কি হবে? ভাবুন তো একবার কারা এ বিষয়ে পারদর্শী? নারী? না পুরুষ? এক্ষেত্রে পুরুষ বলবেন আমি। আবার নারী বলবেন আমি। আসল উত্তরটা তবে কে?

ধরুণ, একটি দোকানে জিনিস কিনতে গেছেন এক নারী। দোকনটি ফিক্সড প্রাইসের। তাতে কি! দোকানির কাছ থেকে ছাড় না নিয়ে কিছুতেই তিনি ছাড়বেন না। আর পিছনে ক্লান্ত হয়ে শপিং ব্যাগ হাতে দাড়িয়ে রয়েছেন বেচারা স্বামী!

প্রচণ্ড বিরক্তির পর স্ত্রী যখন দোকান থেকে বেড়িয়ে বলেন যে দোকানদারের কাছ থেকে ছাড় আদায় করেছেন তখন স্বামীর মুখেও হাসি ফুটে ওঠে। স্ত্রীকে তার বুদ্ধিমতী বলেই মনে হয়। কিন্তু আদৌ কি তার স্ত্রী লাভ করেন? নাকি পুরুষরাই বাজার থেকে সস্তায় জিনিস কেনেন?

খুব পরিচিত এই দরকষাকষির ছবি দেখে স্বভাবতই আমাদের মনে হয় মহিলারা কম দামে জিনিস কেনেন। কিন্তু সমীক্ষা বলছে অন্য কথা। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে মহিলাদের তুলনায়  পুরুষরা ৩৭ শতাংশ কম দাম দিয়ে জিনিস কেনেন। তা সে জিনিস জামা কাপড় হোক বা অন্য কিছু।

Related Posts

Leave a Reply