January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কে এই হরিশ সালভে ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

৬ টি দেশের বাঘা বাঘা বিচারকদের সামনে একের পর এক আছড়ে পড়েছে তার শানিত যুক্তি। তীক্ষ্ণ বিশ্লেষণ। শেষপর্যন্ত তাকে মান্যতা দিতে বাধ্য হয়েছেন উপস্থিত থাকা বিচারকগণ। কুলভূষণ মামলায় পাকিস্তানকে নাস্তানাবুদ করে জয় ছিনিয়ে আনা এই আইনজীবীর নাম হরিশ সালভে। ছোট্ট করে দেখে নেওয়া যাক তার জীবন…

১৯৫৫ সালের ২২ জুন মহারাষ্ট্রে জন্ম। ছেলেবেলা কেটেছিল নাগপুরে। তার দাদা ছিলেন বিখ্যাত ক্রিমিনাল লইয়ার। বাবা এন কে পি সালভে ভারতীয় ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ছিলেন একসময়। ১৯৭৬ সালে ভারতের জনপ্রিয় অ্যাডভোকেট সোরাবজির কাছে প্র্যাকটিস শুরু করেছিলেন হরিশ সালভে।

সুপ্রিম কোর্টে ভোডাফোন ট্যাক্স মামলা, রিলায়েন্স গ্যাস কেলেঙ্কারি সহ একাধিক গুরুত্বপূর্ণ মামলায় পাবলিক প্রসিকিউটার হয়ে মামলা লড়েছেন সালভে। হিট অ্যান্ড রান কেসে সালমান খানের জেলের সাজা হওয়ার পরদিনই তাকে জামিনে মুক্ত করে নিয়ে আসেন এই আইনজীবী। পিয়ানো বাজাতে, গাড়ি চালাতে, বই পড়তে ভালবাসেন এই আইনজীবী। প্রসঙ্গত, ভারতের সবথেকে দামি এই লিয়ার কুলভূষণ মামলায় পারিশ্রমিক নেন মাত্র ১ টাকা !

Related Posts

Leave a Reply