November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

কে এই সারাহ টেলর 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ 

পুরুষ ক্রিকেট দলের কোচ হিসেবে দায়িত্ব নিয়ে বিশ্বকে চমকে দিলেন এক মহিলা ক্রিকেটার। বিরল এই কৃতিত্ব অর্জন করলেন ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের প্রাক্তন মহিলা ক্রিকেটার সারাহ টেলর। আবুধাবি টি-টেন লিগের ফ্র্যাঞ্চাইজি টিম ‘আবুধাবি’ তাদের সহকারী কোচ হিসেবে নিয়োগ করেছে তাকে। ইংল্যান্ড ক্রিকেটের সেরা উইকেটরক্ষক হিসেবে বিবেচনা করা হয় সারাহকে।

প্রসঙ্গত, ইংল্যান্ডের জার্সি গায়ে ২০০৬ সালে অভিষেক হয় সারার। এরপর থেকে দেশের হয়ে তিনি খেলেছেন ১০টি টেস্ট, ১২৬টি একদিনের ম্যাচ এবং ৯০টি টি-টোয়েন্টি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তিনি। তবে মাস দুয়েক আগে ‘দ্য হানড্রেড’ টুর্নামেন্ট দিয়ে আবারও পেশাদার ক্রিকেটে ফেরেন তিনি।২০১৯ সালে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর সারাহ ইংল্যান্ডের কাউন্টি দল সাসেক্সের কোচ হিসেবে কাজ করেছেন। ইংল্যান্ডে পুরুষদের কাউন্টি দলেও পরামর্শদাতা হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Related Posts

Leave a Reply