যুবকের পায়ুদ্বার থেকে যা বের হলে তা দেখে ডাক্তারের ভিমরি
জানা গেছে, চীনের ওই ব্যক্তি কোষ্ঠকাঠিন্যের হাত থেকে মুক্তি পেতে পায়ুপথে একটি আস্ত ঢুকিয়ে ফেলেন। এতে কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি মেলা তো দূরের কথা, সেটা ঠেকে যায় অন্ত্রের ভেতরে। ফলে বিপাকে পড়ে হাসপাতালে যেতে বাধ্য হন তিনি। সেখানে স্ক্যান করে দেখা যায়, পেটের ভেতরে এক বিশেষ কোণে আটকে রয়েছে বেগুনটি। দু’দিন ধরে তিনি পেটের ব্যথায় কাতরাতে থাকেন, বমি হয় বেশ কয়েক বার। শেষে অস্ত্রোপচার করেই বের করতে হয় বেগুনটি।
চিকিৎসকরা জানান, আরেকটু হলে বেগুনটি ওই ব্যক্তির ফুসফুসে গিয়ে আঘাত হানতো। তখন অন্য বিপদ ঘটতে পারত।
ওই ব্যক্তি এখন বিপদ মুক্ত বলে জানা গেছে। তবে, তার কোষ্ঠকাঠিন্য দূর হয়েছে কি না, সে ব্যাপারে কিছু জানা যায়নি।