আইনি লড়াইয়ে কার পাল্লা ভারী, মেসি নাকি বার্সা ?
কলকাতা টাইমসঃ
আর্জেন্টাইন অধিনায়কের দাবি, তাকে ফ্রি এজেন্ট হিসেবে ছেড়ে দেওয়া হোক।অন্যদিকে বার্সার বক্তব্য ক্লাব ছাড়তে হলে রিলিজ ক্লজের ৭০০ মিলিয়ন ইউরো ফেরত দিতে হবে মেসিকে। এই অবস্থায় আইনের দারস্থ হতে পারে দু’পক্ষ। স্পেনের লা রিওহার ‘ল’ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুয়ান রামোন লিয়েবানা বিশ্বাস করেন, মামলায় আর্জেন্টাইন তারকারই জয় হবে।
বার্সেলোনার অভিযোগ, ফ্রি এজেন্ট হিসেবে মেসিকে ক্লাব ছাড়তে হলে গত ১০ জুনের মধ্যে তা জানাতে হতো। তা না করায় আগামী বছর অর্থাৎ ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত তাকে ধরে রাখতে পারবে তারা। অন্যদিকে আইনজীবীদের বক্তব্য, করোনার কারণে বিশ্বজুড়ে সমস্ত খেলাই স্থগিত করা হয়েছিল। ফলে সেই সময় মেসির ক্লাবকে তা জানানোর সুযোগ ছিল না।