একজিমা কোথায়, কেন সবচেয়ে বেশি হয় জানেন?
কলকাতা টাইমস
জানেন কি আমাদের হাতে একজিমার সমস্যা সবচেয়ে বেশি হয়। হওয়ার কারণটা জানেন কি? অনবরত সাবানের জল বা সোডা জাতীয় দ্রব্যই একজিমার প্রধান কারণ। এটি যে কোন পেশার লোকদের হতে পারে।
ময়লা পরিষ্কার, মাছ বিক্রেতা, জল বিক্রেতা বা যাদের হাত সাবান বেশি দিয়ে ধুতে হয় তারাই এই রোগে আক্রান্ত হয়। রোগের শুরুতে আঙ্গুল লাল ও শুকনো হয়ে ফেটে যায়, হাতে চামড়া থেকে ফোসকা উঠে। অনেক সময় ত্বক ফেটে গিয়ে গভীর ক্ষেতের সৃষ্টি হয়।
আঙ্গুলে আংটি থাকলে তার চারপাশে একজিমা প্রকট হয়ে উঠে। সাথে চুলকানিও থাকতে পারে। অনেকের খাবার থেকেও একজিমা দেখা যায়। খাবারের প্রোটিন জাতীয় অংশ প্রায়ই এলার্জির সৃষ্টি করে। একজিমা একটি দীর্ঘমেয়াদী রোগ, তাই এর চিকিত্সা কম থাকতেই শুরু করা উচিত।
তবে যেসব কারণে একজিমা হয়ে থাকে তা থেকে দূরে থাকা ভাল। তবেই একজিমাকে নিয়ন্ত্রণ রাখা সম্ভব।