November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

প্রিয়তমাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব কেন হাঁটু গেড়ে দেওয়া হয়, জানা আছে কি ?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

প্রিয়তমাকে জীবনসঙ্গী হওয়ার প্রস্তাব দেওয়ার ক্ষেত্রে নিজস্ব ভঙ্গি বা মৌলিকত্বে অনেকেই বিশ্বাসী। কিন্তু পাশ্চাত্যে হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেওয়াটাই চল। কিন্তু কেন এমন রীতি চিরাচরিত ভাবে চলে আসছে জানেন?

কয়েকটি তত্ত্ব থেকে বিষয়টি বোঝা যেতে পারে। মধ্যযুগে সৌজন্যতা প্রকাশের ওপর খুবই জোর দেওয়া হতো বলে শোনা যায়। বহু ধর্মীয় অনুষ্ঠানে হাঁটু গেড়ে বসার প্রথা প্রচলিত ছিল। কখনও বশ্যতা, কখনো বা সম্মান প্রদর্শনে এই রীতি ছিল জনপ্রিয়। এমনকি শ্রেষ্ঠ যোদ্ধা হিসেবে নাইটরা এভাবে হাটু গেড়ে বসেই প্রভুর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতো।

যখন কাছের মানুষটি সামনে হাঁটু গেড়ে বসে আংটি দিয়ে প্রপোজ করে, সেখানে শুধু তিনি ‘হ্যাঁ’ বলার প্রত্যাশা তো করেই, তার পাশাপাশি সামনের মানুষটিকে জানান যে, সে তার যোগ্য সম্মানের অধিকারী। আর বিনয়-শ্রদ্ধা-ভালোবাসায় মোড়া এই রীতি তাই অনেকেই আজ নিজের করে নিয়েছেন।

 

Related Posts

Leave a Reply