January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular শারীরিক

রঙ পাল্টে কেন নিগ্রো হলেন এই মডেল কিন্তু কেন? 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

উজ্জ্বল তার গায়ের রঙ। শরীরের গঠনও তার বেশ ছিমছাম। হুট করে ২৮ বছর বয়সী এই সুন্দরী মডেল সিদ্ধান্ত নেন তার এই গায়ের রঙ পাল্টে কৃষ্ণ রঙ ধারণ করবেন। শুধু তাই নয় শরীরের এই আকৃতি পরিবর্তন করে নিজেকে সাজাবেন আফ্রিকান নিগ্রোদের ঢঙে। তাই যেই চিন্তা সেই কাজ, শখ করে প্রায় ৫০,০০০ পাউন্ড অর্থ ব্যয় করে সার্জারির মাধ্যমে নিজেকে চিরতরে বদলে নিলেন এই মডেল। তবে হ্যাঁ, এখনও ঠিক পুরোপুরি বদলানো হয়নি। ওই মহিলার নাকের খানিকটা অংশ এখনো বাকি। খুব শিগগিরই তিনি আফ্রিকানদের মতো নাকের গড়ন রপ্ত করার জন্য আরেকটি সার্জারি করাবেন।

মার্টিনা বিগ নামের এই মডেল জানান, তিনি নিগ্রোদের কৃষ্ণ বর্ণ খুবই ভালবাসেন, এমনকি আফ্রিকানদের ঐতিহ্যবাহী খাবারের প্রতিও তার রয়েছে ভীষণ লোভ। তাই তিনি আফ্রিকার ইতিহাস জানার জন্য খুব দ্রুতই আফ্রিকায় বসবাস করতে যাচ্ছেন। যার কারণে তিনি নানান রকম ঔষধ খেয়ে এবং সার্জারির সাহায্যে নিজেকে তাদের মতো করেই প্রস্তুত করে নিয়েছেন।

Related Posts

Leave a Reply