গুগল ম্যাপই দেখাল স্ত্রীর পরকীয়া, অতঃপর…

কলকাতা টাইমস :
এই প্রযুক্তির যুগে এখন কোন কিছুই আর অচেনা নয়। যে কোন রাস্তা বা স্থান খুঁজতে এখন সময় লাগে মাত্র কয়েক মিনিট। কিন্তু সেই রাস্তা খুঁজতে গিয়েই যখন খুঁজে পাওয়া যায় সম্পর্কের অবনতি তখন কি আর করা যায়। ঠিক এমনটাই ঘটল ঘটনাটি পেরুর রাজধানী লিমায় ।
লিমার এক বাসিন্দা গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতে-নাতে ধরতে সক্ষম হয়েছেন।
সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়। ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। শুধু তো রুট নয়, এই ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নেওয়া যায়। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ওই ব্যক্তির।
ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেন ছবির মহিলাকে । জুম ইন করে দেখেন সেই মহিলা আর কেউ নন, তারই স্ত্রী। এভাবে গুগল ম্যাপে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি। বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি।