বালতি দিয়ে মেরে স্ত্রীকে খুন! দেখে ফেলায় রেহাই পেলোনা বাবাও!

কলকাতা টাইমসঃ
বালতি দিয়ে মেরে স্ত্রীকে খুন! দেখে ফেলায় রেহাই পেলোনা বাবাও! শেষ পর্যন্ত ট্যাংরায় জোড়া খুনের কিনারা করলো পুলিশ। স্ত্রী-বাবাকে খুনের কথা স্বীকার করে নেয় ছেলে। অশান্তির জেরে অ্যালুমিনিয়ামের বালতি দিয়ে স্ত্রীকে বেধড়ক মার। দেখে ফেলায় বাবাকেও আঘাত করা হয় ওই বালতি দিয়েই। গতকাল ট্যাংরায় বন্ধ ঘর থেকে লি হাও মিয়া এবং লিকা সোকে উদ্ধার করা হয়।
উদ্ধারের কিছুক্ষণ পরেই মহিলার মৃত্যু হয়। শ্বশুর লিকাকে এনআরএসে নিয়ে যাওয়া হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর। মহিলার মুখে ছিল আঘাতের চিহ্ন। ঘরের অবস্থা দেখে পুলিশের প্রাথমিক অনুমান, লুঠের উদ্দেশে খুন হয়নি। ঘরে রাখা টাকা বা অন্য দামি জিনিস খোয়া যায়নি। শেষ পর্যন্ত ক্রমাগত পুলিশি জেরায় খুনের কথা কবুল করে লিওর স্বামী।