উলটপুরাণ : স্বামী নয়, স্ত্রী মাসে ভাতা দেবে স্বামীকে
কলকাতা টাইমস :
এতোদিন আমরা বিবাহ বিচ্ছেদের মামলায় স্বামীর দ্বারা স্ত্রীকে ভরণপোষনের টাকা দেওয়ার কথা শুনে এসেছি।কিন্তু এবার স্ত্রী স্বামীকে এই অর্থ দেওয়ার রায় শোনাল কোর্ট। স্ত্রীর কাছে ভরণপোষণ বাবদ অর্থ দাবি করে আইনি জয় পেয়েছেন ভারতের এক ব্যক্তি। স্বামীকে মাসে ১০০০ টাকা করে ভরণপোষণ বাবদ দিতে স্ত্রীকে নির্দেশ দেয় পরিবার আদালত।
উত্তরপ্রদেশের পরিবার আদালতে ১৯৫৫ সালের হিন্দু বিবাহ আইনে ওই ব্যক্তি দাবি করেন, স্ত্রীকে মাসে ভরণপোষণের অর্থ দিতে হবে। পরিবার আদালত তার দাবি মেনে নিয়ে বলেছে, স্ত্রী তাকে মাসে ১ হাজার টাকা করে ভরণপোষণ বাবদ দেবেন।
এতে আরও বলা হয়েছে, ওই দম্পতি বহু বছর ধরে আলাদা থাকেন। ২০১৩ সালে পরিবার আদালতে পিটিশন পেশ করে স্ত্রীর কাছে ভরণপোষণের অর্থ দাবি করেন তিনি।
পরিবার আদালতের বিচারক তার দাবি মঞ্জুর করে জানান, ওই ব্যক্তির স্ত্রী অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি মাসে ১২ হাজার টাকা পেনশন পান। তাই স্বামীকে মাসে ১ হাজার টাকা করে ভরণপোষণ বাবদ ভাতা দেবেন তিনি।