অদূর ভবিষ্যতে কী রাসেল ক্রোর পশে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে ?

কলকাতা টাইমসঃ
রাসেল ক্রোর এবং কঙ্গনা রানাওয়াতের ছবি একসঙ্গে পোস্ট করে সৌম্য নামের এক সিনে ভক্ত টুইটারে লেখেন, “কেমন হয়, যদি দুই ইন্ডাস্ট্রির এই দুই বিখ্যাত তারকা একসঙ্গে কোনও ছবিতে হাজির হয়? একজন অস্কারজয়ী, অন্যজন চারবার জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী!” চমকপ্রদ ঘটনা হলো, ওই ভক্তের টুইটটি বেশ আগ্রহের সঙ্গেই রিটুইট করেন হলিউড তারকা। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি এই প্রস্তাব মনে ধরেছে রাসেলের?
মনে করা হচ্ছে, কঙ্গনার ব্যাপারে যথেষ্ট খোঁজখবর নিয়েই পোস্টটি করেছেন অস্কারজয়ী অভিনেতা। ২০০১ সালে ‘গ্লাডিয়েটর’ ছবিতে মুখ্য চরিত্রে অসাধারণ অভিনয়ের জোরে সেরা অভিনেতার অস্কার জিতে নেন রাসেল। অভিনেতার ঝুলিতে রয়েছে- আ বিউটিফুল মাইন্ড, ৩:১০ টু ইউমা, লা মিজারেবল, দ্য ইনসাইডার, ম্যান অব স্টিলের মতো বিখ্যাত সব ছবি।