বিশ্বাস হবে না কিন্তু এই রোগ হলে নিজের অঙ্গকেই কাটতে চায় মন !
কলকাতা টাইমস :
অদ্ভুত এক সমস্যা! রোগটির নাম অ্যাপোটেমাইনোফিলা বা বডি ইন্টিগ্রিটি আইডেন্টিটি ডিসঅর্ডার (বিআইআইডি)। এ সমস্যা দেখা দিলে একজন মানুষের কাছে তার দেহের কোনো অঙ্গ নিজের বলে মনে হয় না। মূলত মস্তিষ্ক দেহের অন্যান্য অঙ্গ শনাক্ত করতে পারলেও ওই অঙ্গটিকে বুঝতে পারে না মস্তিষ্ক। এটা এক ধরনের শারীরিক প্রতিবন্ধকতা।
এ রোগ হলে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়তে থাকে মানুষ। তখন অঙ্গটি কেটে ফেলতে মন চায় তার। অথবা তারা চান যে গোটা দেহ বিকলাঙ্গ হয়ে পড়ুক। এ সমস্যা শিশুকালেই দেখা দিতে পারে। যে অঙ্গটিকে অনুভব করতে পারেন না, সেটিকে আর দেখতে চান না তারা। পরিচিতদের কিংবা অন্য কাউকে অনুরোধ করেন তার ওই অঙ্গটি কেটে দেওয়ার জন্যে।
আবার অনেকে এমন ঘটনা ঘটার পর দুঃখ পান না। বরং অনেকে খুশি হয়ে ওঠেন। অনেকে চান এমন যেন ঘটে তার জীবনে। যেমন- জুয়েল শুপিং। তিনি তার দুই চোখকে রেহাই দিয়েছেন। ছোটবেলা থাকেই নাকি তিনি চাইতেন অন্ধ হয়ে যাবেন। নিক ও’হ্যালোরান অনেক বারই চেয়েছিলেন তার নিজের একটি পা কেটে ফেলতে। চলন্ত ট্রেনের নিচেও পাটি রাখতে চেয়েছিলেন। একজনকে অর্থও দিয়েছিলেন ওটাকে কাটার জন্যে। কিন্তু শেষ পর্যন্ত পারেননি। পাটিকে তিনি এমনভাবে বেঁধে রাখেন যেন ওটা কিছুই নয়। তিনি এখনও এমন ডাক্তারকে খুঁজছেন যিনি পাটি কেটে ফেলে দেবেন।