মাছেরও তবে পাখির মতন পাখনা গজায় !
কলকাতা টাইমসঃ
‘পিঁপড়েরে তোর পাখা গজাক’ কবির এই অমোঘ চাওয়া সত্যি হয়েছিল কিনা জানা নেই। তবে এই ধরাধামে ফ্লাইং ফিস নাম যে কিছু মাছ আছে, তা জানা ছিল কি? এই মাছের পাখনা অনেকটা পাখির ডানার মতো। পৃথিবীতে ৯ ধরনের উড়ুক্কু মাছ পাওয়া যায়। বিষুব রেখার নিকটবর্তী সাগর এই মাছের বিচরণক্ষেত্র। এদের ওড়াটাকে বলা হয় গ্লাইডিং। আত্মরক্ষার কারণেই জল ছেড়ে হাওয়ায় ভাসে তারা।
যদিও পাখির মতন একটানা ওড়ার ক্ষমতা এদের নেই। এই মাছ জলের ওপর লাফিয়ে প্রচন্ড গতিতে জলে লেজ দিয়ে আঘাত করে সামনে এগিয়ে যায়। যা সেকেন্ডে প্রায় ৭০ বার। মাছগুলো এরপর তার ডানা মেলে দেয়। একটি উড়ুক্কু মাছ সাধারণত ৫০ মিটার বা ১৬০ ফুট পর্যন্ত ওপরে উঠতে পারে। তবে ক্ষেত্রবিশেষ এই দূরত্ব ৪০০ মিটার বা ১৩০০ ফুট পর্যন্ত হতে পারে। এই মাছের গতিবেগ ঘণ্টায় ৭০ কিলোমিটার।