১৯ কোটি খোঁজে, ‘তবু তোমার দেখা নাই রে’
কলকাতা টাইমস :
প্রায় ১৯ কোটি তার জন্য অপেক্ষা করছে অথচ তারই দেখা নেই। আজ্ঞে হ্যাঁ, এমনই আজব ঘটনা ঘটেছে। আরবে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি বিগ টিকেট র্যাফেল ড্রতে এক কোটি দিরহাম জ্যাকপট জিতেছেন এক প্রবাসী। কিন্তু কোনোভাবেই ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিগ টিকেট র্যাফেল ড্র কর্তৃপক্ষ।
আবু ধাবি বিগ টিকেট র্যাফেল ড্র কর্তৃপক্ষ জানিয়েছে, প্রথম পুরস্কার এক কোটি আমিরাতি দিরহাম (ভারতীয় টাকায় ১৮ কোটি ৮৫ লক্ষ ১০ হাজার ৬০৫ টাকা জিতেছেন এক ভারতীয় নাম রবীন্দ্র বোলুর। তিনি আরব আমিরাতেই থাকেন । কিন্তু লটারি জয়ের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। কারণ তিনি যে মোবাইল নাম্বার দিয়ে টিকেটের রেজিস্ট্রেশন করেছিলেন, সেটি তার নাম্বার নয়।
সৌভাগ্যবান রবীন্দ্রর কোটি টাকা জয়ী টিকেটের নাম্বার ০৮৫৫২৪।আরব আমিরাতে নিবন্ধনকৃত একটি মোবাইল নাম্বার কুপনে পাওয়া যায়। সেই নাম্বারে আয়োজকরা যোগাযোগের চেষ্টা করলে এক মহিলা জানান, তিনি রবীন্দ্রর মেয়ে। এখানে নেই। সে মুম্বাইয়ে। চলতি মাসের শেষের দিকে তিনি আরব আমিরাতে ফিরবেন। দয়া করে এক সপ্তাহ পরে ফোন করুন।
২০১৭ সালের সেপ্টেম্বরে লটারির আয়োজকরা মানেকুদি ভারকি ম্যাথিউ নামের এক ভারতীয় প্রবাসীকে কয়েকদিন ধরে হন্যে হয়ে খোঁজেন। সেই সময় এই ভারতীয় ছুটি কাটাতে দেশে চলে এসেছিলেন । দেশে আসার পর থেকে তার মোবাইল নাম্বারও বন্ধ পাওয়া যায়। এর আগে বিগ টিকেট কর্তৃপক্ষ জানিয়েছিল, ঘোষণার পর থেকে পরবর্তী ছয় মাসের মধ্যে বিজয়ী ব্যক্তিকে পুরস্কার বুঝে নিতে হবে।