উদ্বাস্তু শিবিরে থাকা অভুক্ত তরুণীর বিশ্বজয় !
কলকাতা টাইমসঃ
সুদান থেকে পালিয়ে উদ্বাস্তু শিবিরে কেটেছে শৈশব। প্রচন্ড খিদের জ্বালায় ন্যাকিম গাটওয়েক নামের ওই বালিকা তখন কেনিয়া এবং ইথিয়োপিয়ার উদ্বাস্তু শিবিরে বসে ভাবতেন আমেরিকাই বোধহয় তার স্বর্গ। আমেরিকার মতন শ্বেতাঙ্গ প্রধান দেশে এসে সুদানের এই কিশোরী প্রথম জানলেন কাকে বলে বর্ণবিদ্বেষ। বন্ধুরা তাকে স্নান করতে বলছে! তাতে যদি গায়ের রং কিছুটা পরিষ্কার হয়!
ইনস্টাগ্রামের তার অনুরাগীর সংখ্যা ২০ হাজার থেকে রাতারাতি পৌঁছেছে সাড়ে তিন লাখের কাছাকাছি। মিনেসোটার বাসিন্দা ন্যাকিমকে অনেকেই বলেন, ‘অন্ধকারের রানি’। নিজের চেহারা নিয়ে রসিকতাও করেন এই সুন্দরী। বলেন, তার ত্বক সূর্যরশ্মি বেশি শোষণ করে।