মৃত পরিজনদের খাবার না দিয়ে এই গ্রামের কেউ খাবার মুখে তোলেন না !
![](https://kolkatatimes.co.in/wp-content/uploads/2018/05/food-dead.jpg)
ঘরের সামনেই এরা পরিবারের মৃত সদস্যদের কবর দেন। পরিবারের জীবিত সদস্যরা প্রতিদিনই এই কবরে প্রসাদ আর পুজো দেন। বাড়িতে যা-ই রান্না হয়, সেটা কবরে না দিয়ে মুখে তোলেন না কেউ। বাড়িতে যদি কেউ কোনো ইলেকট্রনিক পণ্য কেনে, সেগুলোও ব্যবহার করার আগে রাখা হয় কবরের সামনে। এ ব্যাপারে গ্রামের পঞ্চায়েত প্রধান বলেন, আধ্যাত্মিক গুরু নাল্লা রেড্ডি আর তার শিষ্য মালা দাসারী চিন্তলা মুনিস্বামী এই গ্রামের উন্নয়নের জন্য নিজেদের উজাড় করে দিয়েছেন। তাদের কাজকে শ্রদ্ধা জানাতেই এই রীতি চালু হয়েছিল। কালক্রমে তা প্রতিটা বাড়িতে ছড়িয়ে পড়েছে।