কৃত্রিম ফুলকার সাহায্যে মানুষও এখন মাছ হয়ে বাসা বাধবে জলের নিচে!
কলকাতা টাইমসঃ
মাছের মতো মানুষও যদি জলের নিচে অবলীলায় ঘুরে বেড়াতে পারতো! অবশ্যই বাড়তি কোনো বোঝা বহন না করে। মানুষের পক্ষে মাছ হয়ে ওঠার প্রধান অন্তরায় জলের নিচে শ্বাস-প্রশ্বাস চালিয়ে যাওয়া। এবার এই বিষয়টিকেও সম্ভব করে তুললো বিজ্ঞান।
সাধারণত জলের নিচে মানুষ স্বাভাবিকভাবে শ্বাস নিতে পারে না। আর এই কারণে সেখানে মানুষের চলাফেরাও সীমিত। তবে কৃত্রিম ফুলকা তৈরির ফলে সেই বিষয়টিও আর অস্বাভাবিক থাকছে না। মাছ ফুলকার সহায়তায় জলের নিচ থেকে অক্সিজেন সংগ্রহ করে। আর সেই প্রযুক্তিতেই ডিজাইনার জুন ক্যামেই কৃত্রিম ফুলকার ডিজাইন করে ফেলেছেন। এটি তৈরিতে থ্রিডি প্রযুক্তির ব্যবহার করা হয়েছে।
সমুদ্রের উচ্চতা ক্রমেই বেড়ে চলেছে। বিজ্ঞানীদের ধারণা, এর ফলে একদিন ডুবে যেতে পারে বিশ্বের বহু স্থান। এই বিষয়টিই কৃত্রিম ফুলকা তৈরির পেছনে সবচেয়ে বড়ো অনুপ্রেরণা জুগিয়েছে আবিস্কর্তাকে। বর্তমানে এই কৃত্রিম ডিভাইসটি মাছের মতোই জলের নিচ থেকে মানুষের ব্যবহারের জন্য অক্সিজেন সংগ্রহ করতে পারে। তবে বর্তমানে এটি একজন মানুষের জন্য পর্যাপ্ত অক্সিজেন সংগ্রহ করার মতো না হলেও ভবিষ্যতে তা সম্ভব হবে বলে আশা করছেন গবেষকরা।