লাদেনের সাহায্যেই কাশ্মীরে যাবতীয় সন্ত্রাসের ছক কষতেন নওয়াজ শরিফ
কলকাতা টাইমসঃ
ওসামা বিন লাদেনের সাহায্যেই কাশ্মীরে যাবতীয় সন্ত্রাসের ছক কষতেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এমনটাই দাবি করেছেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রদূত আবিদা হুসেন। নওয়াজ শরিফের এক সময়কার মন্ত্রিসভার সদস্য আবিদা জানান, লাদেনের কাছ থেকে নিয়মিত টাকা নিতেন নওয়াজ শরিফ। প্রসঙ্গত, বর্তমানে চিকিৎসার জন্য দেশের বাইরে রয়েছেন নওয়াজ শরিফ। তাকে ‘অপরাধী’ হিসেবে চিহ্নিত করেছে পাক আদালতের এক ডিভিশন বেঞ্চ।
অভিযোগ, নওয়াজ আমলে পাকিস্তানে বিদেশি লগ্নির বেশির ভাগটাই আসতো লাদেনের হাত ধরে। শুধু তাই নয়, বেনজির ভুট্টোর সরকারকে উচ্ছেদ করার পেছনেও নওয়াজের হাতিয়ার ছিলেন লাদেন। এই অভিযোগ তুলেছেন খোদ তৎকালীন মন্ত্রিসভার এক মন্ত্রী।