সেনার সাহায্যে মার্কিন সীমান্তে প্রাচীর তুলছেন ট্রাম্প
নিউজ ডেস্কঃ
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মেক্সিকো সীমান্তের দেওয়াল নির্মাণে আগ্রহী ছিলেন ডোনাল্ড ট্রাম্প। শেষ পর্যন্ত সামরিক বাহিনীর সহায়তায় সেই দেওয়াল নির্মাণের উদ্যোগ নিলেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প জানিয়েছেন, তিনি মার্কিন সেনাবাহিনীর সহায়তায় এই দেওয়াল নির্মাণ করবেন। সেনাবাহিনীর এই কাজের জন্য যথেষ্ট বাজেট নির্ধারিত রয়েছে। এই প্রসঙ্গে টুইটারে ট্রাম্প লেখেন, আমাদের সেনাবাহিনীকে পুনর্গঠিত করার জন্য ৭১৬ বিলিয়ন ডলার বরাদ্দ হয়েছে। এর ফলে অনেক কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে এবং সেনাবাহিনী আবারও ধনী হয়ে উঠেছে। মাদক ও দেশবিরোধী শত্রুদের হাত দেশকে রক্ষা করতে এই দেওয়াল নির্মাণ জাতীয় নিরাপত্তার অংশ। তাই সেনাদের দ্বারাই দেয়াল নির্মিত হোক!
উল্লেখ্য, নির্বাচিত হওয়ার আগে থেকেই ট্রাম্প এই দেওয়াল নির্মানের ব্যয়ের একটা অংশ মেক্সিকোর কাছ থেকে আদায় করা হবে বলে দাবি করেছিলেন। কিন্তু মেক্সিকো প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন এই দেওয়াল নির্মাণে তার দেশ এক পয়সাও দেবে না।