আলিয়ার সঙ্গে বিচ্ছেদের পর বরুণ-ক্যাটরিনার নতুন কেমিস্ট্রি

কলকাতা টাইমস:
সদ্য ভেঙেছে আলিয়ার সঙ্গে সম্পর্ক। কিন্তু তাতে কি এর মধ্যেই নিজের জন্য নতুন জুটি খুঁজে পেয়েছেন বরুন ধাওয়ান। যদিও সেটা অন স্ক্রিন। কোরিওগ্রাফার ও নির্মাতা রেমো ডি’সুজার আপকামিং মুভি ‘কার্টেন রাইসার’-এর প্রি-প্রোডাকশনের জন্য অবশেষে জুটি বাঁধছেন বলিউডের আলোচিত অভিনেতা বরুণ ধাওয়ান এবং ক্যাটরিনা কাইফ। খুব শীঘ্রই শুরু হবে শ্যুটিং। এমনটাই জানালেন রেমো। সেখানেই জুটি বাঁধবেন বরুণ ও ক্যাট।