November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

রাস্তায় মাস্কহীন: লিখে ফেলুন রচনা- এটাই শাস্তি !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

রাস্তায় মাস্কহীন অবস্থায় ধরা পড়লেই লিখতে হবে ‘রচনা’! বিষয় ‘করোনা’। সাধারণ মানুষকে মাস্ক পরার বিষয়ে সতর্ক করতে অভিনব এই উদ্যোগ নিয়েছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের শহর প্রশাসন। এমন অভিনব শাস্তির বিধানই বর্তমানে চর্চার বিষয় হয়ে উঠেছে দেশ জুড়ে।

গোয়ালিয়রের জেলাশাসক কৌশলেন্দ্র বিক্রম সিং জানিয়েছেন, উদাসীন পথচারীদের সবক শেখাতেই এই ধরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এই শাস্তির মাধ্যমে অন্যান্যদের মধ্যেও সচেতনতা বৃদ্ধিই প্রশাসনের একমাত্র উদ্যেশ্য বলে জানান তিনি। মাস্কবিহীন হয়ে ধরা পরে মুক্ত সংশোধনাগারে রচনা লেখার এই পরিকল্পনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে শহর জুড়ে।

গত শনিবার পুলিশ অন্তত ২০ জনকে মাস্ক না পড়ার কারণে আটক করেছে। তাদের ক্যাপ্টেন রূপ সিং স্টেডিয়ামের ওপেন জেলে নিয়ে গিয়ে ‘করোনা’ নিয়ে রচনা লিখতে দেওয়া হয়।

Related Posts

Leave a Reply