November 22, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

স্বয়ং কুবেরের অর্ধাঙ্গিনী যাঁরা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মানুষ অর্থবিত্তের মালিক হওয়ার স্বপ্ন দেখে। যারা ইতিমধ্যে বিশাল ধনীর তালিকায় রয়েছেন, তারা নিজেরাই যেন একেকজন সেলিব্রিটি। তাদের নিয়ে মানুষের আগ্রহের কমতি নেই। এ জন্য তাদের রুপালি পর্দার নায়ক-নায়িকা কিংবা বড়মাপের সংগীতশিল্পী বা ক্রীড়াবিদ হতে হয়নি।

তারা এমনই ধনাঢ্য যে এমনিতেই সবার আলোচনার মাঝেই বিরাজ করেন। ধনকুবেরদের নিয়ে অনেক আলোচনাই হয়। তবে তাদের স্ত্রীদের নিয়েও কিন্তু মানুষের জানার আগ্রহ অনেক, যদিও তাদের খোঁজখবর খুবই কমই প্রকাশিত হয়। জীবনসঙ্গিনীদের অনেকে নিজেরাই ধনীর তালিকায় রয়েছেন। আবার অনেকে যেন আলো-আঁধারির মানুষ। এখানে বিশ্বের বড়মাপের সম্পদশালীদের স্ত্রীদের সম্পর্কে হালকা ধারণা দেওয়া যাক।  

মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস 

kalerkantho
নিঃসন্দেহে তাকে সবাই চেনেন। ১৯৯৪ সালে বিল গেটসের সঙ্গে গাঁটছড়া বাঁধেন মেলিন্ডা। যদিও গেল বছর তাদের অনাকাঙ্ক্ষিত বিচ্ছেদ ঘটে যায়। একসঙ্গে থাকা অবস্থায় তারা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন গঠন করেন। এটা বিশ্বের অন্যতম জনসেবামূলক সংগঠনগুলোর একটি। বিল মাইক্রোসফটের মার্কেটিং ম্যানেজার হিসেবে যোগ দেন এবং জেনারেল ম্যানেজার ফর ইনফরমেশন প্রডাক্টস থাকাকালীন ১৯৯৬ সালে মেলিন্ডা চাকরি থেকে বেরিয়ে এসে সংসারে মন দেন। তিনি নিজেই এখন ১৩০.৫ বিলিয়ন ডলারে মালিক।  

প্রিসিলা চ্যান

kalerkantho
ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গকে বিয়ে করার আগে প্রিসিলা শিশুরোগ বিশেষজ্ঞ ছিলেন। তাদের দেখা হয় হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এবং বিয়ে করেন ২০১২ সালে। প্রিসিলার কাছে রয়েছে ১২৮ বিলিয়ন ডলারের সম্পদ। তারা একযোগে চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ গঠন করেছেন। বিভিন্ন সেবামূলক কাজে চার বিলিয়ন ডলার দান করেছেন ইতিমধ্যে।

মিরান্ডা কের

kalerkantho
বিখ্যাত ফ্যাশন মডেল মিরান্ডা কেরের সম্পদের পরিমাণ ৬০ মিলিয়ন ডলার। তিনি ভিক্টোরিয়াস সিক্রেসের অ্যাঞ্জেল। বিয়ে হয় ইভান স্পাইজেলের সঙ্গে। ইভান স্ন্যাপচ্যাটের প্রতিষ্ঠাতা ও সিইও। মিরান্ডা বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত মডেলদের একজন। এ ছাড়া ত্বক পরিচর্যা বিষয়ক একটি ব্র্যান্ডের মালিকও তিনি।

জেনেট জ্যাকসন 

kalerkantho
তার ১৯০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। একজন অভিনেত্রী এবং পপস্টার। মাইকেল জ্যাকসনের এই বোন বড় হয়েছেন ভাইয়ের সঙ্গে সংগীতচর্চা করে। একজন একক শিল্পী হিসেবে সফল পদচারণা সংগীতের ভুবনে। ২০১০ সালে তার সঙ্গে দেখা হয় কাতারের বিজনেস টাইকুন উইসার আল মানার সঙ্গে। তারা ২০১২ সালে সংসার পাতেন। ২০১৭ সালে তাদের ঘরে সন্তান আসে এবং এর পরই জেনেট বিবাহবিচ্ছেদের জানান দেন।

রিটা উইলসন 

kalerkantho
বিশ্ববিখ্যাত অভিনয়শিল্পী টম হ্যাংকসের স্ত্রী রিটা উইলসন। তিনি ১০০ মিলিয়ন ডলারের মালিক। রিটা একজন প্রযোজক এবং অভিনেত্রীও বটে। ১৯৮৮ সালে ‘বোসোম বাডিস’ নামের একটি কমেডি শোতে দেখা হয় দুজনের। তাদের ঘরে দুটি পুত্রসন্তান রয়েছে। রিটার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ‘মাম্মা মিয়া’ এবং ‘মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং’ নামে হিট সিনেমা বের হয়েছে।

এলাইন উইন 

kalerkantho
একজন মানবহিতৈষী, চিত্রকর্ম সংগ্রাহক এবং ব্যবসায়ী হিসেবে পরিচয় রয়েছে স্টিভ উইনের স্ত্রীর। এলাইনের সম্পদের পরিমাণ ২.২ বিলিয়ন ডলার। তার স্বামী স্টিভ ‘মিরাজ রিসোর্টস’ এবং ‘উইন রিসোর্টস’-এর সহ-প্রতিষ্ঠাতা। ১৯৬৩ সালে তাদের বিয়ে হয়। যদিও ১৯৮৬-তে বিচ্ছেদ ঘটে দুজনের। এরপর তারা আবারও ১৯৯১ সালে বিয়ে করেন। দ্বিতীয়বারের মতো ২০১০ সালে ছাড়াছাড়ি হয় দুজনের।

আমাল ক্লুনি 

kalerkantho
আন্তর্জাতিক পরিসরে মানবাধিকার বিষয়ক আইনজীবী হওয়ার স্বপ্ন নিয়ে নিউ ইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব ল’ এবং সেন্ট হিউজের কলেজে লেখাপড়া করেন। বহু হাই প্রফাইল মানুষের আইনজীবী হিসেবে কাজ করেছেন। হলিউডের জনপ্রিয় অভিনেতা জর্জ ক্লুনিকে বিয়ে করে আলোচনায় আসেন তিনি। এই ধনী অভিনেতার স্ত্রী নিজেও ৫০ মিলিয়ন ডলারের মালিক।

জ্যাকি স্যান্ডলার 

kalerkantho
কৌতুক অভিনেতা, প্রযোজক এবং অভিনয়শিল্পী অ্যাডাম স্যান্ডলারের স্ত্রী জ্যাকি স্যান্ডলারের মালিকানায় ৫০ মিলিয়ন ডলারের সম্পদ রয়েছে। জ্যাকি নিজেও একজন অভিনয়শিল্পী এবং মডেল। ‘বিগ ড্যাডি’র সেটে তাদের পরিচয়। ২০০৩ সাল থেকে সংসার করছেন তারা।

kalerkantho

গিসেল বান্ডচেন
এই ব্রাজিলিয়ান সুপারমডেলের রয়েছে ৪০০ মিলিয়ন ডলারের সম্পদ। ২০০০ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভিক্টোরিয়াস সিক্রেটের অ্যাঞ্জেল ছিলেন। ফুটবল কিংবদন্তি ধন্যঢ্য টম ব্র্যাডির সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন।

ফেইথ হিল 

১৬৫ মিলিয়র ডলার সম্পদের মালিক ফেইথ হিল বিশ্বের সফলতম কান্ট্রি মিউজিক স্টার হিসেবে সুপরিচিত। তিনি বিয়ে করেছেন টিম ম্যাকগ্রকে। টিম কান্ট্রি মিউজিকের এক কিংবদন্তি। তাদের ১৯৯৬ সালে বিয়ে হয়, ঘরে রয়েছে তিন সন্তান।

Related Posts

Leave a Reply