পুরুষ বর্জিত এক গ্রাম গড়ছেন মহিলারা !
কলকাতা টাইমসঃ
গ্রামের নাম জিনওয়ার, কুর্দিশ ভাষায় যার অর্থ ‘মেয়েদের জায়গা।’ জাতি ধর্মের উর্ধে এই গ্রাম। স্বাধীনতার এক অন্য স্বাদের খোঁজে বেশ কিছু মহিলারা মিলে তৈরি করেছেন নতুন এই ঠিকানা। সিরিয়ায় আইএসের সঙ্গে যুদ্ধে স্বামী মারা যাওয়ার পরে বিধবা মহিলারাই এগিয়ে আসেন এই গ্রাম নির্মাণে। গ্রামে খয়েরি রঙের চৌকো বাড়িঘর। হাতে তৈরি মাটির ইট দিয়ে বানানো। জিনওয়ারে থাকেন ১৬ জন মহিলা আর ৩২টি শিশু। পুরুষেরা এখানে আসতে পারেন তবে শুধু দিনের বেলায়।
দু’বছর আগে জিনওয়ার শুধু এক খণ্ড জমি ছিল। স্থানীয় কুর্দ মহিলারা একজোট হয়ে সেখানে বসতি গড়ার পরিকল্পনা করেন। পাশে দাঁড়ায় আন্তর্জাতিক কিছু সংগঠনও। গড়ে তোলা হয় ৩০টি বাড়ি, একটি বেকারি আর একটি দোকান। চাষের জন্যও রয়েছে জমি। শিশুরা বড় হলে তারা যদি এখানেই থেকে যেতে চায়, থাকবে। না চাইলে, নয়। এখানে গ্রামের মহিলাদের শিক্ষা দেওয়া হয় এক বিশেষ পদ্ধতিতে।