November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

৪৫০ কেজির মাছ একাই! খলিকেও হার মানালেন এই মহিলা   

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
কজন মৎস্যজীবীর জালে ৪৫০ কেজি ওজনের ব্লু ফিন টুনা মাছ ধরা পড়ল। বিপন্ন প্রজাতির মাছটির দাম কয়েক কোটি টাকা। দৈত্যাকার সেই মাছ নৌকায় তোলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের হ্যাম্পটন বিচে মাছটি ধরা পড়েছে।

মাছটি উঠেছে মিশেল ব্যান্সউথজ সিসেল নামে এক নারীর জালে। মাছটি নিজের নৌকায় একা হাতে টেনে তোলার একটি ভিডিও তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও বিশালাকার মাছ ধরেছেন মিশেল। ২০২১ সালে ১২০ কেজি ওজনের একটি মাছ ধরা পড়েছিল তার জালে।

গত বছরের অক্টোবরেও এবারের চেয়েও বড় ব্লু ফিন টুনা মাছ ধরে সংবাদের শিরোনামে এসেছিলেন মিশেল। ওই সময় তিনি ৬৪৩ কেজি ওজনের ব্লু ফিন টুনা মাছ ধরেছিলেন।

২০১৫ সাল থেকে সমুদ্রে মাছ ধরছেন মিশেল। তবে ৬৪৩ কেজি ওজনের টুনা ধরার পর বেশ পরিচিতি পান।

Related Posts

Leave a Reply