ভয়ঙ্কর : পাকিস্তানের মেয়ো হাসপাতালে অস্ত্রোপচার করেছে নিরাপত্তা রক্ষী, মহিলার মৃত্যু
কলকাতা টাইমস :
সরকারি হাসপাতালের সাবেক একজন নিরাপত্তা রক্ষী চিকিৎসক সেজে রোগীর অস্ত্রোপচার করেছেন। অস্ত্রোপচারের দুই সপ্তাহ পর রোগীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, পাকিস্তানের লাহোরের সরকারি মেয়ো হাসপাতালে নিরাপত্তা রক্ষীর কাজ করতেন অস্ত্রোপচার করা ভুয়া ‘ডাক্তার’। এতে মারা গেছেন শামীমা বেগম নাম ওই মহিলা ।
গত রবিবার লাহোরের মায়ো হাসপাতালে এ ঘটনা ঘটেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। পুলিশ বলেছে, মুহাম্মদ ওয়াহেদ বাট নামের প্রহরী ওই অস্ত্রোপচারের সময় ডাক্তার সেজেছিলেন। ৮০ বছর বয়সী শামীমা পিঠের ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার অস্ত্রোপচার করে দিয়েছেন ওই ব্যক্তি।
হাসপাতালের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেন, এটা বড় হাসপাতাল। সব সময় সব কিছু খেয়াল রাখা সম্ভব হয় না। অপারেশন থিয়েটারে (ওটি) ছদ্মবেশী ওই ব্যক্তি কী ধরনের অস্ত্রোপচার করেছেন তা স্পষ্ট নয়। তবে সেখানে একজন প্রযুক্তিবিদ উপস্থিত ছিলেন।
ওই অস্ত্রোপচারের জন্য প্রতারককে টাকাও দিয়েছিলেন রোগীর পরিবার। অস্ত্রোপচারের পর সেই প্রতারক রোগীর বাড়িতে গিয়ে দুইবার দেখা করেছেন। কিন্তু রোগীর অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর প্রকৃত ঘটনা জানাজানি হয়।
রোগীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই বিষয়টি পরিষ্কার হবে। তবে এরই মধ্যে প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।