কিপটেমির ফল : কমোডে ফেঁসে গেলেন মহিলা
কলকাতা টাইমস :
একে কিপটেমির ফল বলা যেতেই পারে। তাইতো এক মার্কিন মহিলার হাত আটকে গেল টয়লেটের কমোডে। অবশেষে ফায়ার সার্ভিস ডেকে এনে উদ্ধার পেলেন তিনি।
আমেরিকার হাস্টনের নিউ ক্যানির সদ্য বাসিন্দা গ্রেসি হেন্ডারসন। নতুন বাড়িতে উঠেছেন। কোনো কারণে কমোডের লাইনটি আটকে গেছে। ফ্ল্যাশ করলেও ময়লা যায় না। তো এ ক্ষেত্রে আপনি কী করবেন? যে কেউ সংশ্লিষ্ট বিষয়ের কোনো এক্সপার্টকেই তো ডেকে আনবেন। কিন্তু খরচ বাঁচাতে গ্রেসি নিজেই কাজটি করতে চাইলেন। একটা প্লাঞ্জার বা অন্য কিছু ব্যবহার না করে নিজের হাতই ব্যবহার করলেন তিনি। হাই কমোডের ভেতরে ঢুকিয়ে দিলেন হাত। তার হাতে ছিল একটি ঘড়ি। কমোডের যে অংশে ইউ-আকৃতির ভাঁজ রয়েছে সেখানেই আটকে গেল হাতঘড়ি। কোনোভাবেই আর বের করে আনতে পারলেন না।
না পেরে অবশেষে ফায়ার সার্ভিসে খবর দিতে হলো। ছুটে এলো ফায়ার সার্ভিস। তারাও হাতটি বের করতে পারলেন না। বাধ্য হয়ে গোটা কমোডটি খুলে আনা হলো। তখনও হাতটি আটকেই ছিল। পরে কমোড ভেঙে হাতটি বের করে আনা হলো।
কমোড সারাতে টাকা খরচ করতে চাননি, অবশেষে কমোডই কিনতে হলে দ্বিগুন টাকা দিয়ে। কিপটেমির ফলাফল শাস্তি হয়ে দেখা দিল।