November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

সাধারণ মানুষের পকেট কাটার গুরু দায়িত্ব এখানকার মহিলাদের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

পকেটমারার কাজটা কঠিন হলেও এতে বেশ পরিপক্ক শহরটির মহিলারা। আর এই কাজে তারা এতটাই দক্ষ যে পুরুষদের থেকে ৯৩ ভাগ এগিয়ে রয়েছে তারা। এটা ভারতের রাজধানী দিল্লির কথা।

ইন্ডিয়ান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর তথ্য অনুযায়ী, এখানে ২০১৭ সালে ৯৩ শতাংশেরও বেশি পকেটমার ছিল মহিলা। আগের বছর এই হার ছিল ৯১ শতাংশ। তারা জানাচ্ছে, ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক হাজার ২২২ জন মহিলা ও ৮৯ জন পুরুষ পকেটমারকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া মহিলাদের মধ্যে বেশির ভাগের বয়সই ১৮ থেকে ৪০। দিল্লির ১৪০টি মেট্রো স্টেশনে সাদা পোশাকে মহিলা পুলিশ মোতায়েন করার পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের মতে, ছদ্মবেশ নেওয়া সহজ হওয়ায় পুরুষের চেয়ে মহিলারাই বেশি হারে পকেটমার তৈরী হচ্ছে। তারা প্রায় সময়েই ছোট ছোট শিশুদের সঙ্গে নিয়ে ছদ্মবেশ ধারণ করে। এছাড়া অনেকে মহিলাদের পকেটমার হিসেবে সন্দেহ করে না। আর এই সুযোগ নিয়েই তারা দিল্লির স্টেশনগুলোতে পকেট মারার কাজটি করে থাকে। সংস্থাটির মতে, পকেটমারার জন্য মহিলাদের বিরুদ্ধে সাধারণত অভিযোগ করেন না ভুক্তভোগীরা।

গত বছর এই পকেটমারদের কাছ থেকে ৬৮ লাখ টাকা উদ্ধার করে আসল মালিকের কাছে ফেরত দেওয়া সম্ভব হয়েছে। কিন্তু অভিযুক্ত পকেটমারদের বিরুদ্ধে মাত্র ১৮টি মামলা দায়ের করা হয়েছে। বাকিরা এদের বিরুদ্ধে মামলা করতে চায়নি। ভুক্তভোগীদের এই না চাওয়াকেই মহিলাদের পকেটমার হওয়ার অন্যতম কারণ বলে মনে করছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স।

 

Related Posts

Leave a Reply