January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

স্বপ্ন শেষ বিশ্বকাপে, লড়াইয়ের পর অজিদের কাছে হার হরমনপ্রীতদের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বারও হল না। ভারতের মেয়েরা বিশ্বকাপের মঞ্চে চোকার্স, সেটি আবারও প্রমাণ করলেন। টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে ভারত পাঁচ রানে হার মানল একেবারে শেষে এসেই।

অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং নিয়ে করেছিল ১৭২/৪। বিনিময়ে ভারতের মেয়েরা করতে পেরেছেন শেষমেশ ১৬৭/৮। ভারতের হয়ে দলের অধিনায়ক হরমনপ্রীত অসুস্থ অবস্থাতেও দারুণ লড়াই করেছেন। তিনি আউট হন ৫২ রানে। পাশাপাশি জেমিমা রডরিগেজ ৪৩ রানের লড়াকু ইনিংস খেললেও জয়ের জন্য যথেষ্ট ছিল না। তাঁরা আউট হয়ে ফিরতেই ভারতের হারের ঘণ্টা বাজা শুরু হয়ে গিয়েছিল। তবুও শেষদিকের ব্যাটাররা চেষ্টা করেছিলেন। যদিও অধিনায়ক হরমনের রানআউটই ভারতের ফাইনালে যাওয়ার স্বপ্নকে শেষ করে দিয়েছে।

এদিন সেমিফাইনালে ভারতের টসে হারটাই পার্থক্য গড়ে দিয়েছে। তার মধ্যে ভারতীয় দলের হতশ্রী বোলিং ও মিস ফিল্ডিং দলের হারকে আরও নিশ্চিত করেছে। অজিরা দেখিয়েছে বড় মঞ্চে কী করে জয় হাসিল করতে হয়। তারা প্রথমে ব্যাটিং নিয়ে বড় রান সংগ্রহ করেছেন। অজিদের পক্ষে বেথ মুনি ৫৪, ম্যাগ ল্যানিং ৪৯ রান করে দলকে টেনেছেন।

Related Posts

Leave a Reply