January 18, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

পুরুষ নয়, পরকীয়ায় টেক্কা দেয় মহিলারাই !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ভারতের একটি ডেটিং সাইট হচ্ছে ‘অ্যাশলে ম্যাডিসন’। নির্দ্বিধায় প্রেম করার উপযুক্ত একটি সাইট এটি। এখানে যারা সদস্য, তাদের অধিকাংশই মহিলা / পুরুষরাই বিবাহিত। এই সাইটটিতে এতটাই সদস্য রয়েছেন যে, তার সংখ্যা জেনে অনেকেরই চোখ চরকগাছ।

এদিকে এই সাইটে থাকা সদস্যদের উপর একটি সমীক্ষা চলানো হয়েছে সম্প্রতি। যে সমীক্ষায় উঠেছে হতবাক হওয়ার মতই চাঞ্চল্যকর তথ্য ! যা শুনে রীতিমতো আপনিও চমকে যাবেন।  

সম্প্রতি পরকীয়ার উপর এই সাইট সমীক্ষা চালিয়ে জানতে পেরেছে ৬১ শতাংশ ভারতীয় পুরুষ পরকীয়াকে ‘পাপ’ বলে মনে করেন না। একই ভাবে এর থেকেও বেশ কয়েক পা এগিয়ে ৭৬ শতাংশ ভারতীয় মহিলা বলেছেন, তাদের কাছে পরকীয়া ‘পাপ’ নয়!

ওই সাইটে থাকা সদস্যদের মধ্যে ৭৫ হাজারের বেশি মানুষের উপরে সমীক্ষাটি চালানো হয়েছিলো। তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি ছিলেন বিবাহিত। এরমধ্যে ৮১ শতাংশ পুরুষ স্বীকার করে বলেছেন, বিবাহ-বহির্ভূত সম্পর্ক তাদের বৈবাহিক জীবনে প্রভাব ফেলেছে। পক্ষান্তরে মাত্র ৬৮ শতাংশ মহিলা বলেছেন, তাদের বৈবাহিক জীবনে পরকীয়ার প্রভাব পড়েছে।

Related Posts

Leave a Reply