চাকরির ইন্টারভিউয়ে দুই হাতের কাজেই কেল্লা ফতে
চাকরির ইন্টরভিউয়ে খুঁটিনাটি সবই নজরদারিতে রাখেন প্রশ্নকর্তারা। পোশাকের রং থেকে শুরু করে চোখে চোখ রাখার ঢংয়েও আপনার যোগ্যতা প্রকাশ পাবে। কাজেই যাই করেন বা বলেন না কেন, খুব বুঝে-শুনে ইন্টারভিউয়ে এগিয়ে যেতে হয়। বিশেষজ্ঞরা অঙ্গভঙ্গীর বিষয়েও নানা পরামর্শ দেন। দেহের ভাষা নিজেকে প্রকাশের অন্যতম মাধ্যম। এখানে বিশেষণ করে দুই হাতের ব্যবহার সম্পর্কে কিছু কার্যকর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
১. হাতের তালু প্রদর্শন: ভদ্রোচিতভাবে হাত নেড়েচেড়ে কথা বলতে পারেন। এই ভঙ্গীতে ব্যক্তিত্বের সততা ও সহযোগিতামূলক মনোভাব প্রকাশ পায়।
২. দুই হাতের আঙুল একসঙ্গে করুন: দুই হাতের দশ আঙুল একযোগ করুন। একটি অপরটির ওপর রাকুন। এর মাধ্যমে প্রকাশ পাবে যে আপনি নিজের ওপর আস্থা রাখেন। এ ছাড়া আপনি আত্মবিশ্বাসী রাজনীতিবিদ বা এক্সিকিউটিভ বলেও মনে করা যেতে পারে।
৩. দুই হাতের তালু নিচের দিকে নয়: এ কাজটি করবেন না। এতে প্রকাশ পায় যে, আপনি উদার নন। হয়তো কারো সঙ্গে হাত মেলাতেও প্রস্তুত থাকেন না।
৪. হাত লুকিয়ে রাখবেন না: প্রশ্নকর্তাদের টেবিলে ওপারে বসে দুই হাত পায়ের ওপর রাখবেন না। কিংবা দেখা যাচ্ছে না এ অবস্থায় রাখবেন না দুই হাত। এর অর্থ আপনার মাঝে কিছু লুকানোর প্রবণতা রয়েছে।
৫. আঙুল নাচাবেন না: দুই হাত টেবিলে রেখে আঙুল নাচাবেন না। আপনি যে ধৈর্য্যশীল নন তাই প্রকাশ পায় এতে।
৬. দুই হাত ‘ক্রস’ নয়: দুই হাত ‘ক্রস’ করে বুকের ওপর দিয়ে রাখবেন না। এতে মনে হয়, আপনি সবার সঙ্গে উন্মুক্ত নন। আপনার মাঝে অনেক গোপনীয়তা রয়েছে। তাই দুই হাত আটকে রাখবেন না।