বিস্ময়কর। তারিখটা, ২৯ অক্টোবর। কি হলো সেই দিন ?
কলকাতা টাইমসঃ
বিস্ময়কর। তারিখটা, ২৯ অক্টোবর। দিনটা বৃহস্পতিবার। কি হলো সেই দিন?
জমজ দুই বোন। নাম,অটাম শ ও অ্যাম্বার ট্র্যামোনটানা। ছোটবেলা থেকেই একই সঙ্গে আষ্টেপৃষ্টে বড় হয়ে ওঠা। স্কুল, কলেজ শিক্ষাদীক্ষার পর একই পেশায় অবতীর্ন এই দুই বোন। এবার নিজেদের জন্মদিনে একই সঙ্গে একই হাসপাতালে দুই কন্যা সন্তানের জন্ম দিয়ে ইতিহাস গড়লেন সহোদর কন্যারা। মার্কিন যুক্তরাষ্ট্রের নক্সভিলের এই ঘটনা অবাক করেছে বিশ্বকে।
নিজেদের যমজ জীবনের অভিজ্ঞতা যাতে তাদের সন্তানরাও দুই মায়ের গর্ভে হলেও উপলব্ধি করতে পারেন তাই তারা একই দিনে নিজেদের সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন। এটি তাদের দুজনেরই দ্বিতীয় সন্তান। দু’বছর বয়েসী একটি করে পুত্রসন্তান রয়েছে তাদের। এবার নিজেদের জন্মদিনে দুই মেয়ের জন্ম দিয়ে চমক দিলেন তারা। এই দুই কন্যা মাত্র ৯০ মিনিটের ছোট বড়।