‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘ভণ্ডামি’, ‘স্বৈরাচারী’ বলেছেন কি রক্ষে নেই সাংসদদের
বুধবার লোকসভা সচিবালয়ের তরফে প্রকাশিত অসংসদীয় শব্দের তালিকায় স্থান পেয়েছে ‘লজ্জিত’, ‘অপব্যবহৃত, ‘বিশ্বাসঘাতক’, ‘দুর্নীতিগ্রস্ত’, ‘নাটক’, ‘ভণ্ডামি’র মত শব্দ। এছাড়াও ‘নৈরাজ্যবাদী’, ‘শকুনি’, ‘স্বৈরাচারী’, ‘তানাশাহ’, ‘তানাশাহী’, ‘জয়চাঁদ’-এর মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এমনকি ‘খালিস্তানি’, ‘খুন সে খেতি’, ‘জুমলাবাজি’র মত শব্দ ব্যবহারের ক্ষেত্রেও ভাবনা চিন্তা করতে হবে সাংসদদের।
আগামী ১৮ জুলাই থেকে শুরু হতে চলেছে সংসদের বাদল অধিবেশন। তার আগে এক প্রকার সাংসদদের মুখে ‘লাগাম’ টানল মোদী সরকার।
দেখা গেছে, এর আগে এমন অনেক শব্দ বা শব্দ বন্ধ আছে যা বিরোধীরা প্রধানমন্ত্রী বা অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে ব্যবহার করেছেন। আসন্ন অধিবেশনে যেন তেমন কোনও ছবি সামনে না আসে তাই আগে ভাগেই এমন সিদ্ধান্ত নেওয়া হল।