মাটিই ঘুরিয়ে দিলো তাদের ভাগ্য, শ্রমিক হলেন কোটিপতি!
কলকাতা টাইমস :
রোজ মাটি কেটে হাড়ভাঙা পরিশ্রমের পর যা জোটে তাই দিয়েই চলে সংসার। কোনোদিন স্বপ্নেও ভাবেননি এই মাটিই তাদের ভাগ্যের চাকা এভাবে ফিরিয়ে দেবে। তাদের প্রতিদিনের কাজই মাটি কাটা। এদিনও তাই করছিলেন। মাটি কাটছিলেন দুই শ্রমিক। সেই মাটি কাটতে গিয়েই এখন তারা কোটিপতি। খবর অনুযায়ী, ঘটনাটি মধ্যপ্রদেশের পান্না জেলার। দুই মাস আগে স্থানীয় দুই শ্রমিক মতিলাল ও রঘুবীর প্রজাপতি মাটি কাটতে বের হন। মাটি কাটার সময়ে তাঁরা একটি হীরা পান।
জানা যায়, পরে সেই হীরাটি সংগ্রহ করে নিয়ে ওই জেলার কর্মকর্তার অফিসে নিয়ে যান তারা। তার পরেই সরকারের তরফে নিলামের আয়োজন করা হয়। প্রতি ক্যারেট হীরার দাম ৬ লাখ টাকা। ওই শ্রমিকদের হীরাটি ৪২ ক্যারেটের। মোট ২ কোটি ৫৫ লাখ টাকায় বিক্রি হয় হীরাটি। ঝাঁসির এক হিরে ব্যবসায়ী হীরাটি কেনেন। মোট টাকার কিছু অংশ ট্যাক্স হিসাবে দিতে হয় মতিলাল ও রঘুবীরকে। সেই টাকা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন তারা। যার ফলে রাতারাতি মাটি কাটতে গিয়ে কোটিপতি হয়ে গেছেন মতিলাল ও রঘুবীর। এই খবর শুনে অনেকেই অবাক হয়ে গেছেন।