বেতন বাঁচিয়ে বসকে ‘স্বপ্নের গাড়ি’ উপহার দিল অফিসের কর্মীরা!
কলকাতা টাইমস :
এই ঘটনা কখনও ইতিহাসে ঘটেছে কিনা তা বলা কঠিন। সম্ভাবনাও কম। কারণ বস এবং তার কর্মীবাহিনী পরস্পরের মহাশত্রু। কিন্তু এটা একেবারে অন্য ধরনের, অন্য স্বাদের, অন্য ভাবনার খবর।
মালিক আর কর্মীর সম্পর্কের এমন নজির বর্তমান সময়েও খুব একটা দেখা যায় না, একথা অকপটেই বলা যায়। এই তো কয়েকদিন আগেই কর্মীকে তেলের ট্যাঙ্কার থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গিয়েছিল মালিকের। এই ঘটনাগুলো একেবারেই ব্যতিক্রম হিসেবে শিরোনামে থেকে যায়, আর গেঁথে থাকে মনে। শ্রমিক মালিকের দ্বন্দ্বের কথাই বারবার ইতিহাস থেকে বর্তমানে ফিরে এসেছে, তবে এই একবিংশ শতকেও মালিকের প্রতি কর্মীর ‘সেলামি’ সত্যিই ‘মানবিক’ আচরণের নজির। ১২০ জন কর্মী তাঁদের একটা গোটা মাসের বেতন বাঁচিয়ে মালিকের জন্য উপহার দিল ‘স্বপ্নের গাড়ি’।
জানা গেছে, জাপানের কেনমি অফিসের বসের একটি গাড়ি কেনার বড়ই শখ ছিল। কিন্তু সামর্থ ছিল না। ভাল বসের স্বপ্নপূরণে এগিয়ে আসেন তার কর্মীরা। নিজেরাই টাকা জমিয়ে বসকে কিনে দেন একটি গাড়ি।