শ্রমিক ইউনিয়নে বাধা: স্যামসাংয় চেয়ারম্যানের কারাদন্ড!

কলকাতা টাইমসঃ
স্যামসাংয়ের ভাইস চেয়ারম্যানকে কারাদণ্ডের আদেশ দিলো দক্ষিণ কোরিয়ার একটি আদালত। জানা গেছে, বহুজাতিক সংস্থাটির ওই কর্তার নাম লি স্যাং-হুন। সেদেশের শ্রম আইন ভঙ্গ করার অভিযোগে তাকে ১৬ মাসের জন্য কারাদণ্ডের আদেশ দেয় আদালত।
গতকাল মঙ্গলবার এই নির্দেশ দেন বিচারক। সূত্রের খবর, শ্রমিকদের ইউনিয়ন করতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল লি স্যাং-হুনের বিরুদ্ধে। স্যামসাং ইলেক্ট্রনিক্স রিপেয়ারিং ইউনিট এবং স্যামসাং ইলেকট্রনিক্স সাব কন্ট্রাক্ট শ্রমিকরা চেয়ারম্যান লি-সহ আরও ২৫ জনের বিরুদ্ধে এই অভিযোগে মামলা করেছিলেন।