‘রীতি-নীতি’ শিখতে ফের ‘ক্লাসে’ নতুন বিধায়করা
বিধায়কদের এই ‘প্রশিক্ষণ’ শিবির নিয়ে এদিন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘‘শেখা ও জানার কোনও শেষ নেই। প্রতিনিয়ত পরিষদীয় ও সংসদীয় রীতিনীতি বদল হচ্ছে। তাই যে কোনও বিধায়ক এসে প্রশিক্ষণ শিবিরে যোগ দিতে পারেন।’’ তবে বিধানসভার অধিবেশনে নিয়মিত অংশ নেওয়া ও শেখার আগ্রহকে বেশি গুরুত্ব দিয়েছেন পরিষদীয় মন্ত্রী। এবছর রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে আগামী ৮ ফেব্রুয়ারি, বুধবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণ দিয়ে। ৯ ফেব্রুয়ারি শোকপ্রস্তাব পেশ হবে। তার আগে ৭ ফেব্রুয়ারি বিধানসভার কার্যপরিচালন কমিটির বৈঠক বসবে। সেখানেই রাজ্যপালের ভাষণের উপর আলোচনার সময়সীমা ও বাজেট পেশের দিনক্ষণও চূড়ান্ত হবে।
সূত্রের খবর, এর আগে ১০ ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ করার কথা হলেও এখন তা পিছিয়ে পরের সপ্তাহে হওয়ার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে ১০ ফেব্রুয়ারি রাজ্যপালের ভাষণের উপর আলোচনা হতে পারে। শাসকদলের এক প্রবীণ বিধায়কের এদিন সরস মন্তব্য, ‘ধনকড়ের সময় অধিবেশনে রাজ্যপালের আসা ও ভাষণ দেওয়া নিয়ে রীতিমতো উত্তেজনার পারদ সপ্তমে উঠে থাকছিল। এবার আনন্দ বোসের ভাষণে অন্তত তা হওয়ার সম্ভাবনা কম বলেই মনে হচ্ছে।’ শীতকালীন অধিবেশনে বিধায়কদের হাজিরা ও ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন স্বয়ং অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।